বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, কোভিড-১৯ মহামারীর কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিট চালু হতে আরও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নসরুল হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএনপিপির প্রকল্প পরিচালক (পিডি) মোঃ শওকত আকবর।
শওকত আকবর জানান, পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী- ২৪০০ মেগাওয়াট আরএনপিপির ১ম ইউনিটটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা ছিল। তবে, মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এটি ২০২৪ সালের শেষ দিকে উৎপাদনে আসতে পারে।
সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার কারণে আরএনপিপি প্রকল্পের উপকরণ বহনকারী একটি রাশিয়ান জাহাজকে বাংলাদেশের বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি সরকার।
এ বিষয়ে জানতে চাইলে আরএনপিপির পিডি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আশা করছি তারা এ সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
রাশিয়ান ফেডারেশনের পারমাণবিক বিদ্যুৎ সরঞ্জাম ও সেবা রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসাটমের অধীনে রূপপুর প্রকল্পের কাজ চলছে।