প্রচ্ছদ ›› জাতীয়

রেল ব্যবস্থা নতুন করে গড়ে তোলা হচ্ছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২২ ১৬:২৫:০০ | আপডেট: ২ years আগে
রেল ব্যবস্থা নতুন করে গড়ে তোলা হচ্ছে: রেলমন্ত্রী

নতুন করে রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, পদ্মা সেতুতে রেল সংযোগের পর রাজবাড়ীর সাথে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে এখান থেকে কোচ এবং ওয়াগন মেরামত করে সারাদেশে চালানো সম্ভব হবে।

বুধবার রাজবাড়ীতে কোচ ও ওয়াগন মেরামত বিষয়ক একটি ওয়ার্কশপ নির্মাণের বিষয়ে কনসালটেন্ট নিয়োগের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

রেলভবনে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোহাম্মদ কুদরাত ই খুদা এবং কনসালটেন্টের পক্ষে স্বাক্ষর করেন সিস্ট্রার সাউথ এশিয়া বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক হারি সোমাল রাজু।

রেলমন্ত্রী বলেন, রাজবাড়ীতে এই কারখানা নির্মাণের ফলে আমাদের বহরে বিদ্যমান ও ভবিষ্যতে যেসব কোচ‌ ও ওয়াগণ যুক্ত হবে সেগুলো এখান থেকে মেরামত করা যাবে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যোগাযোগ স্থাপিত হবে।

মিটারগেজকে পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হিসেবে রেলওয়ে যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের রেল ব্যবস্থা এখনো সেভাবে গড়ে তুলতে পারিনি। আমাদের দেশে রেল ব্যবস্থা এখনো ডিজেল চালিত অথচ পার্শ্ববর্তী ভারতে প্রায় পুরোটা বিদ্যুৎ চালিত ট্রেন।

তিনি বলেন, অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার দশটি প্রকল্পের মধ্যে দুটি রেলওয়েতে চলমান আছে। দোহাজারী থেকে কক্সবাজার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ভারতের সাথে আটটি ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে পাঁচটি চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু আছে। আমাদের দেশের ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইন কে ডাবল লাইন এ রূপান্তর করার উদ্যোগ নিয়েছি । জয়দেবপুর থেকে ঈশ্বরদী , খুলনা থেকে দর্শনা , ঈশ্বরদী থেকে পার্বতীপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজবাড়ীর ওয়ার্কশপ নির্মাণের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ফ্রান্সের সিস্ট্রা কাজটি করবে। আগামী ১৬ মাসের মধ্যে তারা বিস্তারিত নকশা সহ সম্ভাব্যতা সমীক্ষা ও বিড ডকুমেন্ট প্রস্তুত করবে।