ময়মনসিংহের ফাতেমা নগর এলাকা থেকে রেল লাইনের ৬৩টি পুরাতন স্টীলের স্লিপার চুরি করে নেয়ার সময় পিকআপসহ আলমগীর নামের এক চালককে আটক করা হয়েছে।
রোববার দুপুর ১টা ৪০মিনিটে নগরের স্টেশনের দক্ষিণ পার্শ্বে সিং বাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়। আলমগীর ত্রিশাল জেলার কোনোবাড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রেলওয়ে থানায় আটক চালকসহ ঘটনার সাথে জড়িত তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রেলওয়ের এক কর্মকর্তা (পিডাব্লিউ)। আসামিদের আদালতে নেয়া হয়েছে।