প্রচ্ছদ ›› জাতীয়

রোববার আঘাত হানতে পারে ‘মোখা’, সুপার সাইক্লোনের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৩ ১৬:১৩:৪৭ | আপডেট: ২ years আগে
রোববার আঘাত হানতে পারে ‘মোখা’, সুপার সাইক্লোনের শঙ্কা
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় 'মোখা' রোববার (১৪ মে) টেকনাফের দক্ষিণ পূর্বে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ১৮০-২০০ কিলোমিটার।

বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী।

এর আগে বিশেষ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি প্রতিমুহূর্তে বাড়ছে। আর গভীর নিম্নচাপকেন্দ্রের কাছের সাগর উত্তাল অবস্থায় আছে। এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এক বিশেষ বিজ্ঞপ্তিতে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপটি আজ বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপর্ব দিকে অগ্রসর হতে পারে।