প্রচ্ছদ ›› জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ২ হাজার ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৩ ১৭:৫৬:৩৯ | আপডেট: ২ years আগে
রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ২ হাজার ঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অগ্নিকাণ্ডে ক্যাম্পের দুই হাজার বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এমদাদুল হক।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, আজ দুপুর ৩টায় ক্যাম্পের ‘বি’ ও ‘ই’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পের দুই হাজার বসতঘর পুড়ে গেছে। এটা আরও বাড়তে পারে। আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুতের জন্য কাজ করছি।’