প্রচ্ছদ ›› জাতীয়

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক মিয়ানমার জান্তা

ইউএনবি
২০ অক্টোবর ২০২২ ১৫:৫১:৪৪ | আপডেট: ২ years আগে
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক মিয়ানমার জান্তা

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সকল চুক্তিকে সম্মান করতে সম্মত হয়েছে মিয়ানমারের বর্তমান জান্তা সরকার। কিন্তু প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

জান্তা জানিয়েছে, রোহিঙ্গাদের যাচাই-বাছাই শেষে ফিরিয়ে নিতে ইচ্ছুক তারা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আজকের আমার আলোচনা (চীনা রাষ্ট্রদূতের সঙ্গে) ছিল মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনও সুসংবাদ পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা সেই লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার বিষয়। আমাদের এই সংকটের দ্রুত ও টেকসই সমাধান দরকার।’

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আমি বলেছি যে এই সমস্যাটি আমার কাছে কখনও উত্থাপিত হয়নি।

মোমেন বলেন, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে এক্ষেত্রে চীনের উচিত ভূমিকা রাখা, যাতে জিরো পয়েন্টে বসবাসকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া যায়।