প্রচ্ছদ ›› জাতীয়

শতভাগ বর্জ্য অপসারণ দক্ষিণের ৮ ওয়ার্ডে

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২১ ০৯:৩০:০৭ | আপডেট: ৩ years আগে
শতভাগ বর্জ্য অপসারণ দক্ষিণের ৮ ওয়ার্ডে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো- ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬।

১৬টি ওয়ার্ডের ৯৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো- ৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১।

এ ছাড়া বুধবার রাত পৌনে ৯টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত শেষে ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, ডিএসসিসি ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে।