প্রচ্ছদ ›› জাতীয়

শাহ আমানত বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৩ ২১:৩০:১৭ | আপডেট: ২ years আগে
শাহ আমানত বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত কাস্টমস গোয়েন্দা চালানটি আটক করে। আটক স্বর্ণের বাজারমূল্য ২ কোটি টাকা বেশি। আর আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তার বাড়ী চট্টগ্রামের হাটহাজারীতে।

জানা গেছে, শারজাহ থেকে আসা হাটহাজারীর মোহাম্মদ আতিক উল্লাহ চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন অতিক্রমের সময় তাকে তল্লাশি করলে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪টি স্বর্ণের বার উদ্ধার হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

আরও জানা যায়, আটককৃত ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য দুই কোটি এক লাখ ৬০ হাজার টাকা।  আর উদ্ধার করা স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য আট লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে দুই কোটি ১০ লাখ ১০ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।