প্রচ্ছদ ›› জাতীয়

শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটির প্রস্তাব, একমত ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ১৯:২২:৩৯ | আপডেট: ৩ years আগে
শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটির প্রস্তাব, একমত ব্যবসায়ীরা
সংগৃহীত

লোড শেডিংয়ের তীব্রতা কমাতে দেশের শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সাপ্তাহিক ছুটি দেয়ার প্রস্তাব করেছে সরকার। আর এ প্রস্তাবে একমত হয়েছেন ব্যবসায়ীরা।

রোববার বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটি শুক্রবার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক দিনে সব এলাকায় ছুটি না দিয়ে যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন একেক এলাকায় ছুটি চালু করা যায়, তাহলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে। এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন শিল্প মালিকরা।

এ সিদ্ধান্তের ফলে লোডশেডিং কিছুটা কমে আসবে বলেও জানান তিনি।