প্রচ্ছদ ›› জাতীয়

শীতলক্ষ্যায় তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৩ ১৩:২৭:৫৪ | আপডেট: ২ years আগে
শীতলক্ষ্যায় তেলের ট্যাংকারে আগুন লেগে দগ্ধ ৮
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পুরনো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ৮জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে রুপগঞ্জে গাজী ব্রিজ সংলগ্ন দড়িকান্দি ডকইয়ারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম জানান, ইছাপুরা এলাকার একটি ডক ইয়ার্ডের মালিকানাধীন এ তেলের ট্যাংকারটি শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। রাতে শ্রমিক কর্মচারিরা ঘুমিয়ে পড়লে হঠাৎ করেই ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে এবং আগুন ছড়িয়ে পড়ায় ইঞ্জিন রুমে থাকা চারজন সহ ৮ শ্রমিক দগ্ধ হয়। তাদের অবস্থা গুরুতর। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফয়ার সার্ভিসের একটি টিম পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধদের মধ্যে মো: রুবেল (৩৮) তার শরীরের ৪৫ শতাংশ, সোহেলের (৩৮) ৪৫ শতাংশ, ইমতিয়াজের (৪২) ৩০ শতাংশ, ইমনের (৩৫) ৬৭ শতাংশ, হুমায়ন কবিরের (৫৪) ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়াও তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে, রাহাদ (২৫) তার ১০ শতাংশ, রাকিবের (২৪) ১ ও নাজমুলের (৩৩) ১ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘পাঁচ জন ভর্তি রয়েছেন।’

বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, জাহাজে আগুনের ঘটনায় মোট আট জন রোগীকে বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি পাঁচ জন ভর্তি রয়েছেন। তাদের চার জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। তবে ভর্তি পাঁচ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক।