প্রচ্ছদ ›› জাতীয়

শ্রমবাজার সম্প্রসারণ-নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার আলোচনা

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৩ ০৯:৫১:৫৩ | আপডেট: ২ years আগে
শ্রমবাজার সম্প্রসারণ-নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের সঙ্গে বৈঠক করেছেন।

স্থানীয় সময় সোমবার মালয়েশিয়ার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

তারা শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমবাজার পুনর্নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, মন্ত্রী (শ্রম) নাজমুস সাদাত সেলিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহসহ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তৃতায় মন্ত্রী ইমরান আহমেদ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

তিনি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টার ওপর জোর দেন।

মন্ত্রী আহমেদ বলেন, ‘মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ দক্ষতার সঙ্গে এবং সফলভাবে অবদান রাখছে। সরকার কর্মচারীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

পরে, প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে দেখা করেন।

এই বৈঠকের কেন্দ্রবিন্দু মালয়েশিয়ার শ্রমবাজারে গৃহপরিচারিকা এবং নিরাপত্তা রক্ষী সহ আরও বাংলাদেশি শ্রমিকের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

তাদের অধিকার রক্ষা করে এমন উন্নত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় মন্ত্রী শ্রমিকদের জন্য ন্যায্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।