প্রচ্ছদ ›› জাতীয়

শ্রমিকদের রেললাইন অবরোধ, ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৩ ১৪:৫০:৫৩ | আপডেট: ২ years আগে
শ্রমিকদের রেললাইন অবরোধ, ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টার দিকে কয়েক’শ অস্থায়ী শ্রমিক রেললাইনে অবস্থান নেন। এতে কারওয়ান বাজারে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেসসহ দু’টি ট্রেন।

শ্রমিকরা বলছেন, জনবল সঙ্কটের রেলে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। কিন্ত আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না তারা।

এ বিষয়ে কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, রেলের অস্থায়ী গেট কিপাররা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারা আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার রেল গেটে লাইন অবরোধ করে বসে আছে। এর জন্য দ্রুতযানসহ সকাল থেকে কয়েকটি ট্রেন ছেড়ে যেকে পারেনি। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

তবে তাদের সাথে আলোচনা চলছে, আশা করছি দ্রুত অবরোধ উঠে যাবে।