প্রচ্ছদ ›› জাতীয়

শ‌নিবার কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৩ ১৮:৩২:০৪ | আপডেট: ২ years আগে
শ‌নিবার কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশসমূহের জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি ৫) অংশ নিতে ৪ মার্চ দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার একটি সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন প্রধানমন্ত্রীর কাতারের দোহায় অবস্থানকালীন সময়সূচি জানান।

প্রধানমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং এলডিসি৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসবে। ৫ মার্চ প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে পূর্ণাঙ্গ উদ্বোধনী সভায় ভাষণ দেবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং এলডিসি গ্রুপের বর্তমান চেয়ারম্যানও পূর্ণাঙ্গ বৈঠকে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী ‘২০২১ সালের গ্র্যাজুয়েটিং কোহর্টের জন্য টেকসই এবং মসৃণ রূপান্তর’ শিরোনামের সাইডলাইনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

৬ মার্চ, তিনি ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

৭ মার্চ প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দেবেন।

এছাড়াও তিনি বিশেষ অতিথি হিসেবে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন: মার্চিং টু স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে কাতার সফর করবেন।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

এলডিসি৫ হলো এমন জায়গায় টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা। এবং স্বল্পোন্নত দেশগুলোর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে, তাদের সমৃদ্ধির পথে অগ্রগতি করতে সাহায্য করে৷

দোহায় এলডিসি ৫ সম্মেলনের পাঁচ দিনেরও বেশি সময় ধরে বিশ্ব নেতারা বেসরকারি খাত, সুশীল সমাজ, সংসদ সদস্য এবং তরুণদের সঙ্গে নতুন ধারণা এগিয়ে নিতে, সহযোগিতার নতুন অঙ্গীকার উত্থাপন করতে এবং দোহা কর্মসূচির মাধ্যমে সম্মত প্রতিশ্রুতি বাস্তবায়নে উৎসাহিত করতে একত্রিত হবেন।

সম্মেলনে, এটি প্রত্যাশিত যে সুনির্দিষ্ট উদ্যোগ এবং বাস্তবে বাস্তবায়নযোগ্য ঘোষণা করা হবে যা এলডিসি-নির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশন, সমান্তরাল উচ্চ-স্তরের থিম্যাটিক গোলটেবিল, এবং ডিপিওএ-এর বিভিন্ন বিষয়ভিত্তিক অগ্রাধিকারের উপর সমান্তরাল এবং পার্শ্ব ইভেন্টগুলোর একটি সিরিজ থাকবে।

সম্মেলনের আগের দিন মালাউই’র প্রেসিডেন্টের সভাপতিত্বে এলডিসি গ্রুপের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গ্রুপ অব এলডিসি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে একটি স্মরণ অনুষ্ঠান ৫ মার্চ, ২০২৩ তারিখে উদ্বোধনী অধিবেশনের পরে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের প্রান্তে বেসরকারি খাত, সিএসও, যুবক, সংসদ সদস্য এবং দক্ষিণ-দক্ষিণ ট্র্যাকগুলোর জন্য উৎসর্গীকৃত অনুষ্ঠানগুলোও থাকবে।

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছে।

জাতিসংঘের মতে, এই ৪৬টি দেশ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন থেকে উপকৃত হবে তা নিশ্চিত করতে অবশিষ্ট বছরগুলোতে একটি নতুন বৈশ্বিক অংশীদারিত্বের সূচনা করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ মার্চ ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে।