প্রচ্ছদ ›› জাতীয়

সংকট মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৩ ১২:৪০:৫৭ | আপডেট: ২ years আগে
সংকট মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পুরনো ছবি

জনগণের ট্যাক্সের টাকা দিয়েই সবকিছু চলে। তাই চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে কৃচ্ছতা সাধাণ, অপচয় বন্ধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন সরকারপ্রধান।

ডিসিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাই, আপনারাও সরকারি আমলা হিসেবে যে সুযোগ-সুবিধা পান। এগুলোর অবদান তো জনগণের। কারণ জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকায় দিয়েই তো সবকিছু চলে। জনগণের উন্নয়নের প্রচেষ্টা আমরা চালাচ্ছি।’

সরকারপ্রধান আরও বলেন, ‘আমাদের উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রীক বা শহর কেন্দ্রীক হবে না। যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি- আমার গ্রাম, আমার শহর। প্রত্যকটি গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যেতে চাই। তাতে শহরমুখী প্রবণতা কমে যাবে, গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।’

বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে কৃচ্ছতা সাধন, অপচয় বন্ধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, খাদ‌্য উৎপাদন বৃদ্ধির জন‌্য কোথাও যাতে অনাবাদী জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। উৎপাদিত পণ‌্য যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। তাহলে দেশের চাহিদা মিটিয়ে খাদ‌্য রপ্তানিও করা যাবে।

এ সময় ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে তার সরকারের পদক্ষেপ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।