প্রচ্ছদ ›› জাতীয়

সংসদ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৬:৪২ | আপডেট: ২ years আগে
সংসদ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এটাই হবে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শেষ ভাষণ। আগামী ২৪ এপ্রিল আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।

এর আগে, জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হয়। ছয় কার্যদিবস চলা এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। বিল পাস হয় চারটি।