প্রচ্ছদ ›› জাতীয়

সংসদ সদ‌স্য রেবেকা মমিনের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

টিবিপি ডেস্ক
১১ জুলাই ২০২৩ ১৬:২৪:৫১ | আপডেট: ২ years আগে
সংসদ সদ‌স্য রেবেকা মমিনের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদ‌স‌্য রেবেকা মমিনের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রেবেকা মমিন ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।

রেবেকা মমিন (৭৬) আজ মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।