প্রচ্ছদ ›› জাতীয়

সংসদীয় গণতন্ত্রে ভূমিকার জন্য স্মরণীয় থাকবেন ফজলে রাব্বী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২২ ১১:৩২:১৮ | আপডেট: ৩ years আগে
সংসদীয় গণতন্ত্রে ভূমিকার জন্য স্মরণীয় থাকবেন ফজলে রাব্বী: প্রধানমন্ত্রী
সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া আইয়ুব বিরোধী আন্দোলন এবং ‘৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ফজলে রাব্বী মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।