প্রচ্ছদ ›› জাতীয়

সংসদে সংশোধিত আকারে সরকারি ঋণ বিল পাস

নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২২ ২০:১৫:১২ | আপডেট: ৩ years আগে
সংসদে সংশোধিত আকারে সরকারি ঋণ বিল পাস

পাবলিক এ্যাক্ট ১৯৪৪ রহিত করে সংশোধনসহ পুনঃপ্রণয়নের জন্য সংসদে সরকারি ঋণ বিল- ২০২২ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে সরকারি ঋণ সংগ্রহ, রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি, সরকারি ঋণ, সরকারি ডিপোজিটরি স্থাপন, সরকারি সিকিউরিটি হস্তান্তর, এই সিকিউরিটি হস্তান্তরে দায়বদ্ধতা, ট্রাস্টের নোটিশ, ইস্যু করা সার্টিফিকেটের অর্থ প্রদান, সরকারি সিকিউরিটির রূপান্তর, পুর্নগঠন, বিভাজন ও পুনঃইস্যু, বিধি, আদেশ, নির্দেশনা, গাইডলাইন ও পরিপত্র জারির ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নাম, শামীম হাশদার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ এবং রুমীন ফারহানা বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধন গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।