একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ অধিবেশন শুরু হবে।
পদত্যাগ করায় বিএনপির সংসদ সদস্য ছাড়াই অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে বেলা ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এ সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।
এদিকে রেওয়াজ অনুযায়ী বছরের শুরুর অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর হবে সাধারণ আলোচনা। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। এদিকে একাদশ জাতীয়
সংসদে এটিই হতে পারে রাষ্ট্রপতির শেষ ভাষণ। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এ ছাড়া চলতি বছরের মাঝামাঝি সময়ে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে।