কাঁচপুর ব্রিজের ঢালে বাসের চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় একজন নিহত ও চার যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬০ বছর। আহতরা হলেন, হাসানুজ্জামান (৫০), নজরুল ইসলাম (৪৯), অনিল (৫৫) ও হাফেজা বেগম (৬৫)।
পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৩ টায় হোমনা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা দিকে আসার সময় কাঁচপুর ব্রিজের ঢালে আসলে বাসটির চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রী ও সহকর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া চারটায় অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গের রাখা হয়েছে। আহত ৪ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।