প্রচ্ছদ ›› জাতীয়

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২২ ১১:৫০:০৭ | আপডেট: ২ years আগে
সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে শুক্রবার রাতে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়।

নিহত কেরামত হোসেন (৪৫) মাঝিড়ায় অবস্থিত বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ৮টার দিকে রংপুরগামী ‘আগমনী পরিবহণ’ পাঁচ যাত্রী বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হয়।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কেরামতকে মৃত ঘোষণা করেন।

কেরামত তার পরিবারের তিন সদস্যকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাঝিড়া যাওয়ার সময় মর্মান্তিক এই ঘটনার সম্মুখীন হন।

পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপারকে ধরতে পারেনি।