প্রচ্ছদ ›› জাতীয়

সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২ ১৪:৪৮:০৫ | আপডেট: ৩ years আগে
সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চল দাবদাহে পুড়ছে। প্রচণ্ড গরমে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের সৈয়দপুর ও রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দুই থেকে তিন দিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।