প্রচ্ছদ ›› জাতীয়

সম্পর্ক জোরদারে ৬ আগস্ট ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২২ ২০:২৪:০৪ | আপডেট: ৩ years আগে
সম্পর্ক জোরদারে ৬ আগস্ট ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

আগামী মাসের প্রথম সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফরের কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে আগামী ৬-৭ আগস্ট এই সফরের কথা রয়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের মধ্যেই এই সফর হচ্ছে বলে সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি ।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফরসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সফর চূড়ান্ত হয়েছে উল্লেখ করে মোমেন শুক্রবার সাংবাদিকদের বলেন, ওয়াংকে আসলে তিনি খুশি হবেন।