ঈদুল আজহা উপলক্ষে চলু করা সরকারি ডিজিটাল পশুর হাট (ডিজিটালহাট.গভ.বিডি) এবারও ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র এক সপ্তাহে এ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে বিক্রি হয়েছে ৭৩৯ কোটি টাকার পশু।
ডিজিটাল হাট কর্তৃপক্ষ জানায়, গত ৩ জুলাই উদ্বোধনের পর থেকে ১০ জুলাই অর্থাৎ ঈদের দিন পর্যন্ত ডিজিটাল হাট প্ল্যাটফর্মের প্রবেশ করছেন ৬৬ লাখ ৬ হাজার ৮৪২ জন গ্রাহক।এসব গ্রাহকের মধ্যে প্ল্যাটফর্ম থেকে কোরবানির পশু বিক্রি কিনেছেন ৫৯ হাজার ৪৮১টি। যার মূল্য ৭৩৯ কোটি টাকা।
এছাড়া, ১৭ হাজার ৫০২টি কোরবানির পশু ব্যবসায়ী/খামারিদের কাছ থেকে ১৪২ কোটি টাকার বিক্রি হয়েছে। সব মিলিয়ে মোট অনলাইন লেনদেন হয়েছে ১ হাজার ৮ কোটি টাকা।