প্রচ্ছদ ›› জাতীয়

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৩৫:৫৫ | আপডেট: ২ years আগে
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি কমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ।

মোট ১০টি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি কমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, জেলায় বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা।

এক দিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ২ ডিগ্রি। আজ সকাল ৯টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পুরো জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে শীতের কারণে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জীবিকার তাগিদে প্রতিদিন তাদের কাজে বের হতে হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাস বয়ে যাওয়ায় ঠান্ডা অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ কারণে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা হ্রাস পাচ্ছে প্রতিদিন। রাতে তাপমাত্রা কমে যাচ্ছে।