পুরোপুরি শীত আসতে এখনও বাকি এক মাস। এরই মধ্যে রাজধানীর আশপাশসহ সারা দেশে পড়তে শুরু করেছে শীত। বিশেষ করে উত্তরবঙ্গে শীত নেমেছে আরও আগেই। রেকর্ড হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় কুড়িগ্রামের রাজারহাট এবং রাজশাহীতে ১৩ দশমিক ৩ ডিগ্রি।
আবহাওয়া অফিস মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপামাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে।
সোমবার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। দিনে এমন তাপমাত্রা রেকর্ড হওয়ায় বেশ গরম অনুভূত হচ্ছে।
এই বিরূপ আবহাওয়ার কারণে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুই থেকে তিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন, যার মধ্যে বেশির ভাগই শিশু।