প্রচ্ছদ ›› জাতীয়

সহজেই মিলছে ট্রেনের অগ্রিম টিকিট, কাউন্টারে নেই যাত্রীদের চাপ

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৩ ১২:১৮:৪৭ | আপডেট: ২ years আগে
সহজেই মিলছে ট্রেনের অগ্রিম টিকিট, কাউন্টারে নেই যাত্রীদের চাপ
কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন ভিড় নেই

রাজধানীর ট্রেনের কাউন্টারগুলোতে বাড়তি চাপ নেই অগ্রিম টিকিটপ্রত্যাশীদের। রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নের দ্বিতীয় দিন রোববার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টার অনেকটাই ফাঁকা। ফলে যারাই অগ্রিম টিকেট কিনতে আসছেন তারা নির্ধারিত তারিখ অনুযায়ী টিকিট কিনতে পারছেন। ঈদের আগমুহূর্তে যানজট এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, কাউন্টারে যাত্রীদের বাড়তি চাপ নেই অগ্রিম টিকিট কাটার। পর্যাপ্ত টিকিট থাকায় যারাই কাউন্টারে আসছেন সহজেই টিকিট পাচ্ছেন। বর্তমানে কোনো ধরনের কোটা ছাড়াই অনলাইন ও কাউন্টারে একসঙ্গে টিকিট পাওয়া যাচ্ছে। তবে রমজানের শুরুতে যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। রমজানের শেষ দিকে যাত্রীদের চাপ বাড়ে।

রোববার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে যাত্রী ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

টিকিট কাউন্টারে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, কাউন্টারে অগ্রিম টিকিট কাটার যাত্রীদের বাড়তি চাপ নেই। অনলাইন ও কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত টিকিট থাকায় কাউন্টারে যারাই আসছেন সহজেই টিকিট পাচ্ছেন। তবে রমজানের শুরুতে চাপ কিছুটা কম থাকে। শেষ দিকে ঈদের ছুটিতে ঘরে ফেরা যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়।

শনিবার থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট বিক্রি শুরু হয়েছে। যতক্ষণ টিকিট থাকছে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটা যাচ্ছে। অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা রাখা হয়নি। ফলে অনলাইনের পাশাপাশি কাউন্টারে এসেও সহজেই টিকিট পাচ্ছেন যাত্রীরা।

এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা যাবে। টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।