প্রচ্ছদ ›› জাতীয়

সাকিবকে শুভেচ্ছাদূত না রাখার সিদ্ধান্ত দুদকের

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২ ১৯:৪১:৩৭ | আপডেট: ২ years আগে
সাকিবকে শুভেচ্ছাদূত না রাখার সিদ্ধান্ত দুদকের

অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি নবায়ন করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'চুক্তি অনুযায়ী তিনি এখনও শুভেচ্ছাদূত হলেও চুক্তি নবায়ন করা হবে না। তিনি আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে অংশ নেবেন না’, নিয়ম অনুযায়ী তার সঙ্গে দুদকের এখনও চুক্তি রয়েছে। তবে সাকিব আল হাসানকে এখন বিভিন্ন ইস্যুতে 'বিতর্কিত' হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুদক কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে চায় না বলে জানান হক।

এর আগে, অল-রাউন্ডার সাকিবকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে প্রচারণার জন্য দুর্নীতি বিরোধী পর্যবেক্ষকের গুডউইল অ্যাম্বাসেডর করা হয়েছিল। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় দুদক।