প্রচ্ছদ ›› জাতীয়

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২২ ১৬:০৮:১১ | আপডেট: ২ years আগে
সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এতে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব অঞ্চলে সকালে কুয়াশা পড়ার পাশাপাশি রাতেও শীতের অনুভূতি হচ্ছে।

দেশের উত্তরে বিশেষ করে রংপুর বিভাগের সর্বত্র তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এ ছাড়া খুলনা বিভাগের কিছু অঞ্চল ও বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু-এক অঞ্চলে তাপমাত্রা কমে কুয়াশার দেখা মিলছে।