প্রচ্ছদ ›› জাতীয়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০০:০৯ | আপডেট: ২ years আগে
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী এবং তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার রাত সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

তার ব্যক্তিগত সহকারী এবং তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা।

তার মরদেহ হাসপাতালে আছে বলে জানান আক্কাস খান।