প্রচ্ছদ ›› জাতীয়

সামান্য দুর্বল হয়েছে মোখা

নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৩ ১৭:৩৮:২৬ | আপডেট: ২ years আগে
সামান্য দুর্বল হয়েছে মোখা
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য দুর্বল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত ঘূর্ণিঝড়ের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিন ও টেকনাফে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড়টি বিকেলেই সেন্ট মার্টিন অতিক্রম করবে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে; অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ ১২০ কি.মি যা দমকা ও ঝড়ো হাওয়া হয়ে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

কক্সবাজার ও তার আশেপাশের দ্বীপ ও চরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে।