প্রচ্ছদ ›› জাতীয়

সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ১৬:৩৮:০২ | আপডেট: ৩ years আগে
সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির পূর্বাভাস
সংগৃহীত

সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার এক বুলেটিনে এ পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।

বুলেটিনে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিকলীতে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।