প্রচ্ছদ ›› জাতীয়

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২২ ১৪:৩৫:১০ | আপডেট: ২ years আগে
সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশের সব নৌপথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার সকাল ১০টা থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া বিআইডব্লিউটিএর সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোররাতে খেপুপাড়ার নিকটে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে সারাদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।