আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার এক বুলেটিনে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং রাঙ্গামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।