প্রচ্ছদ ›› জাতীয়

সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৩ ১৮:০৪:৩৩ | আপডেট: ১ year আগে
সারাদেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে দক্ষিণে মৌসুমি বায়ুর লঘুচাপের জন্য সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ নভেম্বর) সকাল ৯ টার পর থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে সারাদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন মঙ্গলবার (৭ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৮১ শতাংশ।

সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যোশরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।