কুষ্টিয়ায় রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আইলচারার বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেলায় রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার আইলচারা বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।
সুচন্দন মন্ডল জানান, আইলচারা বাজারে মেসার্স আর এস এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায় ওই দোকানের মালিক ইউরিয়া সার প্রতি কেজি ২২ টাকার পরিবর্তে ২৬ টাকা, এমওপি সার প্রতি কেজি ১৫ টাকার পরিবর্তে ৩০ টাকা, ডিএপি সার প্রতি কেজি ১৬ টাকার পরিবর্তে ১৮ টাকা, টিএসপি সার প্রতি কেজি ২২ টাকার পরিবর্তে ৩৫ টাকা মূল্যে বিক্রয় করছেন। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আর এস এন্টারপ্রাইজের মালিক মো. সাইদুল ইসলামকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।