প্রচ্ছদ ›› জাতীয়

সারের পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২২ ২১:১৫:০৪ | আপডেট: ৩ years আগে
সারের পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
সংগৃহীত

দেশে সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, এই মুহূর্তে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাতে আগামী বোরো মৌসুম পর্যন্ত কোন সমস্যা হবে না।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সারের কোন সংকট হবে না, তবে রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে ভর্তুকি আরও বাড়বে।

মন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশ থেকে সার আমদানি করা যাচ্ছে না। তবে সরকারের দ্রুত পদক্ষেপে বিকল্প উৎস কানাডা থেকে সার আনা সম্ভব হচ্ছে। টিএসপি, এমওপি ও ডিএপি সারের যে মজুদ রয়েছে, তা আগামী বোরো মৌসুম পর্যন্ত চলবে।