প্রচ্ছদ ›› জাতীয়

সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২২ ১০:২০:৩৯ | আপডেট: ২ years আগে
সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ফের স্বাভাবিক হয়েছে। 

রোববার ভোররাত ৪টা থেকে টোল আদায় বন্ধ থাকে। পরে কুয়াশা কমে গেলে সকাল ৮টা থেকে ফের টোল আদায় শুরু হয়।

এর আগে ভোর থেকে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়। এতে অনেকটা দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। এ কারণে সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়েছিল। তবে কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল ৮টার দিকে দৃ‌ষ্টিসীমা ৬০ মিটার অ‌তিক্রম কর‌লে টোল ফের আদায় শুরু হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক।