টানা সাড়ে ছয় ঘণ্টা জ্বলার পর রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, দুপুর ১টার দিকে অধিদপ্তরের প্রবেশ গেটে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গণমাধ্যম কর্মীদের যথাসময়ে অধিদপ্তরের প্রবেশ গেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান মো. মাইন উদ্দিন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নির্বাপণ হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার ও র্যাব।
আরও পড়ুন-
বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা-ভাঙচুর
বঙ্গবাজারের আশপাশে সব সড়কে যান চলাচল বন্ধ