রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এর আগে আরও তিনজনের মৃত্যু হয়েছিল।
আশার গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি হাজারীবাগ থাকতেন এবং ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
গত ৫ মার্চ বেলা ১১টার দিকে ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনার দিনেই তিন জন নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।