দেশের সব স্তরে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে (এলজিআরডি) একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
শনিবার রাজধানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
এসময় বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশন এবং এলজিআরডিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, তাহলে ভবিষ্যতে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
দেশে সোনালী ব্যাগের পর্যাপ্ত উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।