রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জাহান সরদার (২১) নামের দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জাহান সরদারের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকতেন। নবাবগঞ্জ ডিএন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন জাহান।
শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, জাহান হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আইউব হোসেন আরও বলেন, সিদ্দিকবাজারের বিস্ফোরণে আহত ছয়জন বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে হাসান নামের একজন লাইফ সাপোর্টে, একজন এইচডিইউতে, বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের এক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় বিস্ফোরণের শিকার ভবনের দুই মালিক ও এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে।