প্রচ্ছদ ›› জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৩ ১৫:১৮:৪৩ | আপডেট: ২ years আগে
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার ৩

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। তাদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান ভবনের মালিক এবং অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

এর আগে বুধবার বিকেলে তাদের হেফাজতে নিয়েছিল ডিবি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।