রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।
রোববার সকাল ৯টা ৩০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসান আইসিইউতে লাইফ সাপোর্ট ছিলেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তার বিভিন্ন ইনজুরি ছিল।
মো. হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। তিনি সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন, সেখানেই থাকতেন। তবে তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো।
উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের এক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।