প্রচ্ছদ ›› জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ১৬ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৩ ১০:১০:২৯ | আপডেট: ২ years আগে
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ১৬ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমরা ১৬ জনের মরদেহ পেয়েছি। তাদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, আরও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের পাওয়া যায়নি। তারা আহত নাকি নিহত, তাও নিশ্চিত হওয়া যায়নি।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন ও আব্দুল হাকিম সিয়াম।

এ ছাড়া নিখোঁজ রয়েছেন মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভুঁইয়া ও ইয়াসিন। এদের সন্ধানে স্বজনেরা হাসপাতালে এসেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ‘আমাদের এখানে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।’

আজ বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ কর্মকর্তারা।