প্রচ্ছদ ›› জাতীয়

সিরাজগঞ্জে অপহরণের ১০ দিন পর সাভারে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৯:৩৬ | আপডেট: ২ years আগে
সিরাজগঞ্জে অপহরণের ১০ দিন পর সাভারে উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহরণের ১০ দিন পর সাভার থেকে ৯ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু হযরত আলী উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের শিশুটিকে অপহরণ করেন খোকন নামে এক অপহরণকারী। পরে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। টাকা না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানালে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় অপহরণকারী।

শিশুটির পরিবার মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অপহরণকারী খোকনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। অপহরণকারী ঘন ঘন স্থান বদলানোয় উল্লাপাড়া থানা পুলিশ বিষয়টি সাভার হাইওয়ে থানা পুলিশকে অবহতি করে। এরপর রাতে সাভারের রেডিওকলোনি এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করেন সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

এসময় অপহরণকারী খোকনকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।