প্রচ্ছদ ›› জাতীয়

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২২ ১৬:৪৯:৫৫ | আপডেট: ২ years আগে
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাড়াবিল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুস্তাকিম (৩)ওই গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে,মুস্তাকিমকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে তার মা-বাবা ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে ছেলে মুস্তাকিমকে বিছানায় না দেখে অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বিকালে বাড়ির পাশের পুকুরে মুস্তাকিমের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।