নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় খাকসা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে অলি প্রামাণিকের স্ত্রী সোমা আক্তার (৩০), তাদের সন্তান অনিয়া (১০) ও অমর (৩ বছর ৬ মাস) মারা যায়। এ ছাড়া অলি প্রামাণিককে (৩৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে টিন সেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা সোমা আক্তার, তাদের সন্তান অনিয়া ও অমর পুড়ে মারা যায়।