প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ১৩ নির্মাণশ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৩ ০৯:২৮:০৪ | আপডেট: ১ year আগে
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ১৩ নির্মাণশ্রমিকের

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৫টার দিকের এ দুর্ঘটনা ঘটে। আবুল কা‌শেম নামের এক রাজ‌মিস্ত্রি জানান, নিহতরা সবাই নির্মাণশ্রমিক।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ছয়জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তবে তাৎক্ষণিকভাবে নিহত সবার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, পিকআপটি ২০ থেকে ২২ জনকে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস, সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। মহাসড়কটিতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়।