প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৪:৫২ | আপডেট: ২ years আগে
সিলেটে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজুফা বেগম (৬০) উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানা সদর পয়েন্টে রাস্তা রাস্তা পাড় হচ্ছিলেন অজুফা বেগম। এসময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে চারটি মোটরসাইকেলে করে ঘুরতে আসেন কয়েকজন পর্যটক। সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এলে দুর্ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

পর্যটকদের থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।